Sharing is caring!
সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলা, আহত ২০
শেখ তিতুমীর ঢাকা সচিবালয় :রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ওপর এই হামলা চালান বলে জানা গেছে।
হামলায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদেরকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা।
রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সচিবালয়ের শিক্ষা চত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান করছিলেন।
প্রসঙ্গত, রাজধানীর শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলনে রয়েছেন আনসার সদস্যরা। গতকাল রবিবার বন্যার্ত মানুষের জন্য ত্রাণবহনকারী কয়েকটি ট্রাকও আটকে দেন তারা। একপর্যায়ে তাদের একাংশ বাংলাদেশ সচিবালয়ে ঢুকে সেখানে বিক্ষোভ করতে থাকেন।
পরে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের ‘রেস্ট প্রথা’ বাতিল করে দাবি পূরণের আশ্বাস দেন। তবুও আনসাররা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনড় থাকেন এবং সচিবালয়ের ভেতরে কয়েকজন উপদেষ্টা ও সচিবসহ বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীদের আটকে রাখেন।
পরে এ খবর পেয়েই শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা হন।