সংবাদমাধ্যমের উপর আঘাত মেনে নেবে না সরকার
বিশেষ প্রতিনিধি ঢাকা: দেশের কোন সংবাদমাধ্যম বন্ধ হয়ে যাক- এমনটা চায় না অন্তর্বর্তীকালীন সরকার। তারা সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের নির্দেশে সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ভাঙচুরের পর মঙ্গলবার (২০ আগস্ট) এ বার্তা দেয়া হলো।
এদিকে, নিরাপত্তাহীনতা ও বেতন বৈষম্যের অজুহাতে সময় টিভির সম্প্রচার বন্ধের প্রতিবাদে প্রতিষ্ঠানটির কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। এছাড়া রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে।
এর আগেও দুর্বৃত্তরা ডিবিসি ও এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে হামলা চালিয়েছিল।
এ ছাড়া সারা দেশে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কে নানান ভাবে হামলা ও হয়রানির শিকার করছে কিছু দুর্বৃত্তরা
ডিএসইসি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন কেন্দ্রীয় কমিটি গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলারও নিন্দা জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.