নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাঁশের লাঠি এবং দেশীয় অস্ত্রসহ সশস্ত্র বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার সাত দিন পর এই প্রথম ফরিদপুরের আলফাডাঙ্গায় এ আয়োজন করল আ.লীগ। সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জেলার আলফাডাঙ্গা ডাকবাংলো সংলগ্ন উপজেলা আ.লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সারা দেশে আ.লীগ, সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলায় ঘটনায় এক প্রতিবাদ সমাবেশ করে দলটি। বিক্ষোভ সমাবেশে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার সব জনপ্রতিনিধি, আ.লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার কর্মী-সমর্থক বাঁশের লাঠি এবং দেশীয় অস্ত্র হাতে অংশ নেয়। বিক্ষোভ সমাবেশ শেষে প্রতিবাদ সভায় উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা, সহসভাপতি তারা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাইক্লোন, পৌর আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার প্রমুখ। বক্তারা এ সময় সারা দেশের আ.লীগ নেতাদের ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার নিন্দা জানিয়ে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানান বক্তারা। সমাবেশে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.