২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বগুড়া সদরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকারী রেজাউল আটক।

প্রকাশিত জুন ১৩, ২০২৪
বগুড়া সদরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকারী রেজাউল আটক।

Sharing is caring!

মো: সামছুল হক,স্টাফ রিপোর্টার:

বগুড়ার মালগ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় রেজাউল করিম(২২)নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত রেজাউল করিম (২২) শাখারিয়া জঙ্গলপাড়া গ্রামের মো: মিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বগুড়া স্টেডিয়াম ফাঁড়ি পুলিশে একটি অভিযোগ দায়ের করেন।জানা যায়, গত বুধবার বেলা ৩টার সময় জামিলনগরে ভাড়া বাসায় ঘুমিয়ে থাকা কালীন সময়ে ঘরে প্রবেশ করে গালে মুখে চুমু খেতে থাকে এবং পরনে থাকা পাজামা খুলে ধর্ষনের চেষ্টা করে। এই সময় শিশুটি চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ও অন্য ভাড়াটিয়ারা ছুটে আসে। এসময় ধর্ষন চেষ্টাকারী রেজাউল করিম দৌড় দিয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য যে, ধর্ষন চেষ্টাকারী রেজাউল করিম শিশুটির বাবার সাথে রাজমিস্ত্রির কাজ করতো এবং মাঝে মধ্যেই তাদের বাড়িতে যাওয়া আসা করতো।আর এতে করে শিশুটির ওপরে লোলুপ দৃষ্টি পড়ে রেজাউল করিমের।
শিশুটির বাবা বাড়িতে এসে ঘটনাটি জানতে পেরে তৎক্ষণাৎ বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই,মো: শামিম হোসেন জানান, অভিযোগ পাওয়া মাত্রই ওই গ্রামে গিয়ে আমরা অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী রেজাউল করিমকে আটক করি। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।