Sharing is caring!
রমজান প্রামানিক -চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি:
চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে সেই আলোচিত বাঁশের সাঁকোর কাজ সম্পুর্ন করা হয়েছে এবং জনগনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ৩১/৮/১৯ সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব ফারুক সরকার সেই বাঁশের সাঁকোর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন , চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঘোড়জান ইউ,পির চেয়ারম্যান মো: রুমজান আলী, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান শহিদ, উপসহকারী প্রকৌশলী মোঃশহিদুল ইসলাম, দুলাল প্রাং,আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল মামুন,রবিউল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান,এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার জনগন চলাচল করেন।বর্ষায় প্রচন্ড স্রোতে বাঁশের সাঁকো টি ভেঙ্গে যায়।পরে এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের চলাচল অনিশ্চিত হয়ে পড়ে। পরে এডিপির এক লক্ষ টাকা সরকারী অনুদান দিয়ে এ বাঁশের সাঁকোর কাজ করা হয়। এখন থেকে এলাকার ছাত্র/ ছাত্রী সহ সাধারন জনগন ভাল ভাবে যাতায়াত করতে পারবে।