Sharing is caring!
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর আত্রাইয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, উপজেলা প্রশাসন , থানা পুলিশ প্রশাসনের উদ্যেগে বুধবার (৫জুন) দুপুরে আত্রাই নদীতে অভিযান পরিচালনা করে আট শত মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ভূষিভূত করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বেড়েই চলেছে। এসব জালে অবাধে ছোট ছোট মাছ ধরা হচ্ছে ফলে মাছের বংশ বিস্তারে প্রভাব পড়ছে। এত করে দেশি মাছ হারিয়ে যাচ্ছে।এতে ভবিষ্যতে দেশিয় মাছের সংকট দেখা যেতে পারে। তিনি আরো বলেন, কারেন্ট জালের খেকে ভয়ংকর জাল এই চায়না দুয়ারী জাল। লোহার রডের গোলাকার বা চর্তুভূজ আকৃতির কাঠামোর চারপাশে চায়না জাল দিয়ে ঘিরে নতুন ফাঁদ তৈরি করে মাছ শিকার করছে কিছু মৎস্য জীবির সাথে অসাধু মাছ শিকারীরা। চায়না দুয়ারী জাল ৫০ থেকে ৮০ হাত পর্যন্ত লম্বা হয়। দেশি নানা জাতীয় ছোট মাছ এই জালে আটকা পড়ে। স্বল্প ব্যয়ে এবং অল্প পরিশ্রমে অধিক আয়ের উৎস হওয়ায় জেলেদের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই চায়না দুয়ারী জাল। মাছের এইভরা প্রজন্নন মৌসুমে মা মাছকে রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যহত থাকবে। অভিযান চলা কালিন সময়ে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ জহুরুল ইসলাম সঙ্গিয় র্ফোস এবং উপজেললা সিনিয়র মৎস্য অফিসের কর্মচারী বৃন্দ। পড়ে অভিযানে জব্দকৃত চায়না দুয়ারী আটশত মিটার জাল আত্রাই থানা চত্বরে আগুনে পুড়িয়ে ভূষিভূত করা হয়।#
প্রতিবেদন প্রস্তুত কারীঃ- একেএম কামাল উদ্দিন টগর।
ক্যামেরায়ঃ- অসিফ হাসান।