২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

২ মে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ।

প্রকাশিত মে ২, ২০২৪
২ মে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ।

Sharing is caring!

স্টাফ রিপোর্টার শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ২ মে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা ডিসি অফিসে প্রতিদ্বন্দ্বী ৬ জন চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ মোটর সাইকেল,উপজেলা আঃলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন শালিক পাখি, উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল দোয়াত কলম,তৌহিদুর আমিন মন্ডল সুমন ঘোড়া, ছাত্রলীগ নেতা নাজিবুর রহমান নয়ন আনারস, ও এ্যাড. জরিদুল হক কাপ পিরিচ। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের নিকট ভোট ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভা এবং উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২ শত ৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ২’শ ৬ জন ও মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। এর আগে ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়। এতে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এরপর ২ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়, আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।