Sharing is caring!
শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: পলাশবাড়ী গিরিধারীপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে।
চোরেররা বিদ্যালয়ের গেইট, কয়েকটি কক্ষের দরজা ও বিভিন্ন আসবাবপত্রের সমূদয় তালা ভাঙাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইযুব আলী বাতি জ্বালাতে গিয়ে চুরির বিষয়টি অবগত হন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার যথারীতি ক্লাস শেষে বিদ্যালয়ে ঈদের ছুটিতে বন্ধ হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যার দিকে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক
শামসুন্নাহার বেগম পালাক্রমে বিদ্যালয়ে আসেন বৈদ্যুতিক লাইট জ্বালাতে।
তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে দেখতে পান গেটের তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখেন যে, প্রতিটি রুমসহ আলমীরা, ফাইল কেবিনেটসহ সমস্ত আসবাবপত্রের তালা ভাঙা। ফাইলপত্র ছড়িয়ে- ছিটিয়ে পড়ে আছে।
প্রাথমিক ভাবে চোরদল একটি ছুটির ঘণ্টা ও তবলা নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন তিনি। কোন গুরুত্বপূর্ণ নথি চুরি গেছে কিনা তা নিশ্চিত নন তিনি।বিদ্যালয়ে কোন নৈশ্যপ্রহরী ছিল না বলেও জানান তিনি।
ধারণা করা হচ্ছে বিষয়টি টের পাওয়ায় চোরদল বেশী কিছু নিয়ে যেতে পারেনি।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজমিরুজ্জামান বলেন, অভিযোগ পেলে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।