স্টাফ রিপোর্টারঃ অভিনব কায়দায় মাইক্রোবাসের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল'সহ ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। ২৭/০৩/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী রংপুর মেট্রোপলিটন এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার উদ্দেশ্যে একটি NOHA মাইক্রোবাস যোগে রওনা হয়ে বর্তমানে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি -৩,টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দলটি টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস এলাকার টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে NOHA মাইক্রোবাসটির সিটের নিচে থাকা পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা (ক) ৯৬৬ (নয়শত ছেষট্টি) বোতল ফেন্সিডিল, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রতি পিস ২০০০(দুই হাজার) টাকা দরে সর্বমোট (৯৬৬*২০০০)=১৯, ৩২,০০০ টাকা, (খ) ০১ (এক) টি সচল NOHA মাইক্রোবাস, (গ) ০৪টি মোবাইল সেট ও (ঘ) নগদ ১৬৫০/- (এক হাজার ছয়শত পঞ্চাশ) টাকাসহ ১। মোঃ দুলু মিয়া (৪০), পিতা- মোঃ কফুর উদ্দিন, ২। মোঃ রিপন ইসলাম (২২) [চালক], পিতা- দুলাল হোসেন, ৩। মোঃ মিনাজুল ইসলাম (২১), পিতা- মোঃ আমিনুল হক, সর্ব সাং- সেবকদাস, ও ৪। মোঃ রহিম বাদশা (২৭), পিতা- মোঃ আঃ রাজ্জাক, সাং- সেবকদাস নিথক, সর্ব থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। তারা রংপুর জেলা হতে অবৈধ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.