Sharing is caring!
শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যথাযথ মর্যাদার সঙ্গে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়েছে। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু বকর প্রধান,সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,সহকারি কমিশনার ভূমি মাহমাদুল হাসান,থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম
,বীর মুক্তি যোদ্ধার সন্তান শেখ শামসুজ্জোহা আহমেদ হিটু।
এছাড়াও এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে উপজেলা প্রশাসন।