২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৪
ময়মনসিংহে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

Sharing is caring!

স্টাফ রিপোর্টার :ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ), ময়মনসিংহ- এর সার্বিক সহযোগিতায় ১৩ মার্চ বুধবার, ময়মনসিংহ নগরীর কাচিঝুলিস্থ গ্রীণ পয়েন্ট রেষ্টুরেন্টে ” ইকোনমিক এমপাওয়ারমেন্ট ফর এডভান্সিং ওমেন’স পলিটিকাল লিডারশিপ ইন বাংলাদেশ ” শীর্ষক সেমিনার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়।

নারীর জয়ে সবার জয় নেটওয়ার্ক, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সক্রিয় সদস্যবৃন্দ, এমএএফ এর নারী বিষয়ক সাব কমিটির সদস্যগণ, ডিআই পলিটিকাল ফেলো, মাস্টার ট্রেইনার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ সিভিল সোসাইটির নেতৃবৃন্দ উক্ত অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা শারমীন এর সঞ্চালনায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এর (এমএএফ) সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি আনোয়ারা খাতুন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এ.কে. এম মাহবুবুল আলম, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজু, এমএএফ এর সাধারণ সম্পাদক ও বিএনপির পলিটিকাল ফেলো জামাল উদ্দিন আহমেদ, টিআইবি ময়মনসিংহের ব্যবস্থাপক হাবিবুর রহমান নোমান, শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং, অন্যচিত্রের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন গ্রুপওয়ার্কে অংশগ্রহণে করেন
জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক তাসলিমা বেগম লাভলী, মহানগর মহিলা দলের সহ-সভাপতি ইফরাত জাহান সেন্দ্রা, জেলা পরিষদ সদস্য মীর সালমা, মহানগর আওয়ামী লীগ সদস্য মুকুট ইব্রাহিম, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, সাংস্কৃতিক পার্টির সভাপতি শহীদ আমিনী রুমি, উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, জেলা আওয়ামী লীগের সদস্য নূরজাহান মিতু, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স্বপ্না সরকার, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক আতিয়া ফাইরুজ মলি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান সজল, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শারমীন লাকী, দক্ষিন জেলা ছাত্রদলের সদস্য সচিব গোবিন্দ রায়, গোধূলি নারী কল্যাণ সংস্থার শাহানারা চৌধুরী সহ রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির নেতৃবৃন্দ অনু্ষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিউনাল ম্যানেজার নিরুপমা ভৌমিক, ডিআই ইলেকটোরাল প্রসেস কর্মকর্তা আশরাফুল আলম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংস্থার শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের বক্তাগণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের জন্য রাজনৈতিক দল ও দলের নেতৃবৃন্দ,নির্বাচন কমিশন এবং সরকারের নিকট জোর দাবী জানান।