৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এমপি সনির উপস্থিতিতে মহসীন সাহেবের উদ্যোগে ৫০০ অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরন।

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৪
এমপি সনির উপস্থিতিতে মহসীন সাহেবের উদ্যোগে ৫০০ অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরন।

Sharing is caring!

তালহা চৌধুরী রুদ্র: আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ১১নং সুয়াবিল ইউনিয়নের গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সংসদ সদস্য আসন দুই এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

তিনি ফটিকছড়ি থেকে নির্বাচিত সাংসদ সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সংসদ কমিটির সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
আওয়ামীলীগের বিশিষ্ট সমাজসেবী মহসীন সাহেবের অনুদানের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আসন্ন রমজান এবং ঈদ উপলক্ষে অসহায় ও গরীব দুঃস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করে সাহায্য করেন খাদিজাতুল আনোয়ার সানি এমপি। এ সময় তিনি প্রায় হাজারের মতো লোকজনকে সহযোগিতা করেন। তিনি বিগত সময় থেকেই ব্যক্তিগতভাবে খুবই ভালো একজন মানুষ যে কিনা ফটিকছড়ির প্রাণ। তিনি সবসময়ই গরীব এবং অসহায়দের বন্ধু এবং প্রিয়জন হয়ে তাদের পাশে থাকেন।

ঈদ উপলক্ষে এবং রমজানের এই উপার্বে গরিব এবং অসহায় লোকেরা বলেন তারা খুবই খুশি এবং তারা চায় বিগত সময়ে যেন এমপি সনির মত মানুষ মন্ত্রী হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অন্যান্য সদস্য এবং অতিথিরা। আরো উপস্থিত ছিলেন অনেক গুনি জন এবং ব্যক্তিবর্গ।