Sharing is caring!
ষ্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ী নিবাসী রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল হাদীর প্রথম নামাযে জানাযা আজ সোমবার বাদ জোহর কুটিবাড়ী মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনে পক্ষ থেকে মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক জনাব রাসেল মিয়া,গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) মোতালিব হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
তার গ্রামের বাড়ী রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া গ্রামে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মহান আল্লাহ যেন মরহুম ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এ জন্য দোয়া কামনা করা হয়েছে। আমিন