২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

“মায়া” মোঃ জান্নাত মোল্যা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৪
“মায়া” মোঃ জান্নাত মোল্যা

Sharing is caring!

মায়া

‘মায়া’ সে তো এক ভয়ংকর ব্যাপার।

যে জন পরেছে মায়ায়,

সেই বোঝে তার স্বাধ-যন্ত্রণা।

বুক ভরা বিষন্নতা, ঘুমহীন দু’চোখ,

চিরে যাওয়া বিভ্রিত মন,

শুধু কাদায় জমানো মহ-মায়া।

আকাশে জমানো হাজার কালো মেঘ

যেন চিত্তে জড়ানো স্তব্ধ কান্না

বারে বারে ভাসায় উপেক্ষিত বেদনা সমুদ্রে।

তবে হ্যা!

মায়া ব্যতিত প্রেম নয়
মায়া’তেই ভালোবাসা রয়
সর্বময় ভালোবাসা,

মায়ার দরুন স্থিতিশীল হয়।

লেখক- মোঃ জান্নাত মোল্যা