ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন হওয়ার বদৌলতে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে ঠিকই। তবে এ মহাসড়কের গুরুত্ব ট্রাফিক পয়েন্টগুলোতে পথচারী পারাবারের জন্য কোনো নিরাপদ ব্যবস্থা নেই। মহাসড়কটির ভাওয়াল জাতীয় উদ্যান, রাজেন্দ্রপুর চৌরাস্তার অদূরে বিমান বাহিনীর সংরক্ষণ ইউনিট এবং গরগরিয়া পুরান বাজার এলাকায় তিনটি ঝুঁকিপূর্ণ ইউটার্নে ‘ইউটার্ন চিহ্ন’ সম্বলিত কোনো সাইনবোর্ড নেই। মহাসড়কের ডিভাইডারে সৃষ্ট ঝোঁপঝাড়ের কারণে এসব ইউটার্ন মাত্র কয়েক গজ দূর থেকেই দেখা দেখা যায় না। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
গত জুলাই এবং চলতি আগস্ট মাসে গাজীপুরে পৃথক ১২টি সড়ক দুর্ঘটনায় এক হাইওয়ে পুলিশ কনস্টেবলসহ ১৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় ১০ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় নিহত হয়েছে নয়জন।
অনুসন্ধান বলছে, গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর থেকে ঢাকাগামী অনাবিল পরিবহনের বাসগুলো মানুষখেকো পরিবহনে পরিণত হয়েছে। গত রোববার রাতে নগরীর চৌধুরী বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় পোশাক শ্রমিক খাইরুল ইসলাম প্রাণ হারান। এর আগে গত ২১ আগস্ট নগরীর ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অনাবিল পরিবহনের আরেকটি বাসের ধাক্কায় প্রাণ হারান পোশাক শ্রমিক সোহেল রানা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক জোনের এডিসি মো. খালিদ বোরহান জানান, অনাবিল পরিবহনসহ যেকোনো ধরনের আনফিট পরিবহন মহাসড়কে দেখা গেলে আটক করে ডাম্পিং জোনে পাঠানো হচ্ছে। এছাড়া ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন ঝুঁকিপূর্ণ ইউটার্নটির ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.