Sharing is caring!
আরাফাত হোসেন: নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদে আসন্ন উপজেলার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শুভ আহমেদ কে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুভ আহমেদ নন্দীগ্রাম উপজেলার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।তিনি প্রতিটি হাট বাজার গ্রাম মহল্লা ও পাড়ায় পাড়ায় গিয়ে গনসংযোগ করতেছেন।শুভ আহমেদ আজ বাঁশো,দাড়িয়াপুর,কালাসিংগা,থালতা সহ বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে দেখা করছেন।শুভ আহমেদ কে পেয়ে মানুষেরা অনেক খুশি।শুভ আহমেদকে সকল মানুষেরা নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে যোগ্য প্রার্থী মনে করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন,,নন্দীগ্রাম উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ আহমেদ,নন্দীগ্রাম উপজেলার ছাত্রলীগের নেতা কর্মী, ইউপি সদস্য এবং ইউপি গ্রাম পুলিশ।