Sharing is caring!
স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও নির্যাতন প্রতিরোধ কল্পে মুক্তিযুদ্ধের চেতনায় ও তথ্য ভিত্তিক সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন”
ন্যাশনাল রিপোর্টারস ইউনিটি ফোরাম
এনআরইউএফ এর উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে যুক্ত হলেন যারা-
➤দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক প্রকাশক,
মানবাধিকার টিভি’র চেয়ারম্যান ও
মানবাধিকার সাংবাদিক সংস্থা’র
সভাপতি -আবুল হাসান মহোদয়।
➤ এস ডি টেলিভিশন এর
চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট তফিজ উদ্দিন সবুজ শাহী মহোদয়।
➤বরেণ্য কবি, লেখক ও সংগঠক
মাটির মা খ্যাত -মতিয়ারা মুক্তা মহোদয়া।
➤ মানবিক বিশ্ব গড়ার আহবায়ক, বিশিষ্ট আইন গবেষক ডক্টর আলহাজ্ব শরীফ সাকী।
নবনিযুক্ত উপদেষ্টা পরিষদ সকল সদস্যগণকে
সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ও সকল প্রতিনিধির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।