২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাম চোখের সমস্যা নিয়ে অভিযোগ করে; সাকিব

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
বাম চোখের সমস্যা নিয়ে অভিযোগ করে; সাকিব

Sharing is caring!

ডাক্তার বদলালেও সমস্যার গভীরে যাওয়া হচ্ছিল না সাকিব আল হাসানের। বিশেষ করে ভারত আর লন্ডনের চিকিৎসকের প্রতিবেদন দুইরকম হওয়ায় চোখের সমস্যা নিয়ে সিঙ্গাপুরে যেতে হয় এই অলরাউন্ডারকে। সেখানে এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের চেম্বারে গিয়ে অবশেষে তাঁর বাম চোখের সমস্যা চিহ্নিত হয়েছে। তিন-তিনজন ডাক্তার দেখানোর পর তাঁদের প্রতিবেদন মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে রোগটির নাম এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সিরাস কোরিওরেটিনোপ্যাথি, সংক্ষেপে যেটিকে বলা হয় সিএসআর।

আজ রাতে দেওয়া এক বিবৃতিতে রোগের পাশাপাশি এর চিকিৎসা ব্যবস্থা নিয়েও ধারণা দিয়েছে বিসিবি। বলা হয়েছে, আপাতত সাকিবের জন্য রক্ষণশীল ব্যবস্থায়ই যাচ্ছেন তারা। অর্থাৎ অস্ত্রোপচারের সিদ্ধান্তে না গিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া হবে। এই ব্যবস্থায় কাজ হবে বলেও আশাবাদী বিসিবির চিকিৎসকরা।
বিসিবির বিবৃতিতে তাঁদের চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাকিবের বাম চোখের অবস্থার কথা জানিয়ে বলেছেন, ‘সাকিব ওর বাম চোখের সমস্যা নিয়ে অভিযোগ করে আসছিল। বাংলাদেশ ও বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে এবং বেশ কয়েকবার ওর চোখের পরীক্ষা-নিরীক্ষা করার এটি নিশ্চিত হয়েছে যে বাম চোখের এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সিরাস কোরিওরেটিনোপ্যাথিতে (সিএসআর) ভুগছে সাকিব। সমস্যা সমাধানের জন্য রক্ষণশীল ব্যবস্থায় ওর চিকিৎসা চালিয়ে যাওয়া হবে সিদ্ধান্ত হয়েছে।’

সেই সঙ্গে তিনি আরো যোগ করেছেন, ‘সিএসআর এমন একটি অবস্থা, যেটিতে রেটিনা আক্রান্ত হওয়ার ফলে দৃষ্টি বাঁধাগ্রস্ত হয়।

যে মেডিক্যাল টিম সাকিবের সমস্যার দেখভাল করছে, তারা আশাবাদী যে রক্ষণশীল ব্যবস্থাতেই কার্যকরভাবেই সাকিবের চিকিৎসার ব্যবস্থাপনা সম্ভব।’ অস্ত্রোপচার করাতে হচ্ছে না বলে সাকিবের রংপুর রাইডার্সের হয়ে খেলতেও কোনো সমস্যা নেই বলে জানা গেছে। আজ রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরে এই অলরাউন্ডারের আগামীকালই (বৃহস্পতিবার) সিলেটে গিয়ে রংপুর শিবিরের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে।