বিসিবির বিবৃতিতে তাঁদের চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাকিবের বাম চোখের অবস্থার কথা জানিয়ে বলেছেন, ‘সাকিব ওর বাম চোখের সমস্যা নিয়ে অভিযোগ করে আসছিল। বাংলাদেশ ও বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে এবং বেশ কয়েকবার ওর চোখের পরীক্ষা-নিরীক্ষা করার এটি নিশ্চিত হয়েছে যে বাম চোখের এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সিরাস কোরিওরেটিনোপ্যাথিতে (সিএসআর) ভুগছে সাকিব। সমস্যা সমাধানের জন্য রক্ষণশীল ব্যবস্থায় ওর চিকিৎসা চালিয়ে যাওয়া হবে সিদ্ধান্ত হয়েছে।’
সেই সঙ্গে তিনি আরো যোগ করেছেন, ‘সিএসআর এমন একটি অবস্থা, যেটিতে রেটিনা আক্রান্ত হওয়ার ফলে দৃষ্টি বাঁধাগ্রস্ত হয়।