বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নোমান আহম্মেদ তাসনিম কে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মো: দ্বীন ইসলাম কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (২৩ ই জানুয়ারি ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একবছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান পৃষ্ঠপোষক-প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, উপদেষ্টা হিসেবে কাজী খালিদ হোসেন, (সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ), ড. মো: শরাফত আলী (সহকারী অধয়পক, বি.জি.ই, বিভাগ ও শফিকুল ইসলাম, (সহকারী রেজিস্ট্রার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ) এবং ছাত্র উপদেষ্টা- মাসুদ খাকি, উজ্জ্বল পোদ্দার,আফসানা ইয়াসমিন উপা, ইমাম, মহীউদ্দীন বাবু, এস.কে ইজাজুর রহমান, সুমনা আক্তার, মন্টু বিশ্বাস মানিক, তাম্মিম আহসান তমা, তানজিনা পারভীন
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে-মো: জাহিদুল ইসলাম,মাইনুল হাসান, অসিত মন্ডল,হৃদয় মৃধামেহেদী হাসান জয়,শাহরিয়ার পিয়াস,ফাইজুল হক,আতিয়ার সরদার তুফান,মো: শফিকুল ইসলাম শফিক,যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে-নাঈম, শেখ সবুজ মজুমদার,সঞ্চয় বিশ্বাস,আদ্রিতা দত্ত,অনিক সাহা,নাঈম মৃধা,ফারিয়া হোসেন
সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: মোস্তাফিজুর রহমান,সোহেল শেখ,আব্দুর রহিম,সুমাইয়া মিম, শাকিল মাহামুদ, মিরাজুল ইসলাম রাকিব,রিমা আক্তার, দপ্তর সম্পাদক হিসেবে রাকিব আহম্মেদ মিলন,উপ-দপ্তর সম্পাদক হিসেবে নাজমুল হুদা,শেখ শফিকুল হক, ইমরুল হাসান ইমু, নয়ন দাস, মিথিলা সেন, প্রচার সম্পাদক হিসেবে তন্ময় শাহা,উপ-প্রচার সম্পাদক হিসেবে সেখ নাজমুছ ছাকিব,এস, এম, এম, রাশেদ,শেখ মুসাব্বির ইসলাম, আরমান মল্লিক,ফারজানা পারু, আশিকুর রহমান সজল, অর্থ সম্পাদক হিসেবে মো: তমাল হোসেন,উপ-অর্থ সম্পাদক হিসেবে
আব্দুল্লাহ আল মামুন, সৌরভ, ঐশ্বরিয়া গাইন, প্রজ্ঞা নন্দ গোলদার, ইলাহা ইসলাম বর্ষা, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তুয়া চৌধুরী, উপ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নাজমুল হুদা,দীপান্বিতা অর্পি,রকিবুল ইসলাম রুদ্র,মো: হাফিজুল ইসলাম,আল হেলাল শোরুন,মৃদুল রায়, সুমাইয়া খাতুন,ক্রিড়া সম্পাদক: মো: আজিবুর শেখ,উপ-ক্রিড়া সম্পাদক হিসেবে আরিফ চৌধুরী, নাজমুল হুদা,অস্ত্র দাস,শমিত দেবনাথ,অনন্যা দাস স্বর্নী সমৃতা পাল, রব্বানী শেখ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: মহিন উদ্দিন উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে সজিব, রাবেয়া খাতুন বৃষ্টি,বিজয় সরকার সিদ্ধার্থ পাল,তনামি আক্তার তাসনীম ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে সালিনা আফরিন বন্যা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে তানিসা ইসলাম, সানজানা সুলতানা,আইভি ইসলাম তমা,মিথিলা আক্তার তমা,আশরাতুল আক্তার তুলি, অথৈ সাহা কৃষ্টি, ফারহানা আক্তার এষা কার্যকরী সদস্য হিসেবে নাঈম,রিফাত হোসেন, শেষ সাখাওয়াত হোসেন, শ্রেয়া কুচু, ফারিয়া মির্জা আঁখি শান্ত কুমার সাহা, মোসা: রেশমা আক্তার, সাদিয়া আফরিন মিম, সাদিয়া সুলতানা রিয়া,সিরাজুম মুনিরা ঐশী, সুদীপ্ত ঘোষ, তনু বালা, তাহমিদ হাসান সিয়াম, অর্পন ব্যানার্জী
সভাপতি তাসনিম আহম্মেদ নোমান বলেন, আমাদের বাগেরহাট জেলার কমিটি দীর্ঘ দিন না থাকায় জেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্য সুসম্পর্ক গড়ে ওঠেনা।বিভিন্ন এলাকা ভিত্তিক শিক্ষার্থী সংগঠন গুলো গড়ে ওঠে বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সংগঠন ও স্বগৌরবে শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে। সর্বদা শিক্ষার্থীদের কল্যানে কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক মো: দ্বীন ইসলাম বলেন, বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন।বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে সংগঠনটির সাথে কাজ করে এসেছি।।ইফতার মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়জনে সংশ্লিষ্ট থেকেছি। সবাইকে সাথে নিয়ে সংগঠনের জন্য কাজ করে যাবো এটাই প্রত্যাশা।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.