৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী।

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৪
বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী।

Sharing is caring!

নিজস্ব প্রতিনিধি: চট্রগ্রামের খাগড়াছড়িতে রামগড় থানাধীন রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া সাকিনস্থ রামগড় পৌরসভার সামনে বারৈয়ারহাট টু খাগড়াছড়ি গামী আঞ্চলিক মহাসড়কের উপর থেকে অবৈধ মাদকদ্রব্য ৫৬২ (পাঁচশত বাষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি নম্বরবিহীন সিএনজি চালিত গাড়ি সহ অবৈধ মাদকচক্রের ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম (বার) এর নের্তৃত্বে রামগড় থানার একটি বিশেষ আভিযানিক দল ।

পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে জেলা পুুলিশের প্রতিটি ইউনিট অবৈধ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে।

এই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার রামগড় থানার একটি চৌকস ও আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে একটি সিএনজি চালিত গাড়িতে করে বারৈইয়ারহাট থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছে।

পরবর্তীতে খাগড়াছড়ি পুলিশ সুপারের নের্তৃত্বে রামগড় থানার একটি চৌকস ও আভিযানিক টিম ১৭ জানুয়ারি রাতে রামগড় থানাধীন রামগড় পৌরসভার ০৯নং ওয়ার্ডের দারোগাপাড়া সাকিনস্থ রামগড় পৌরসভার সামনে বারৈয়ারহাট থেকে খাগড়াছড়ি গামী আঞ্চলিক মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সাদ্দাম প্রঃ ওমর ফারুক (৩৪), পিতা- আবদুল বারেক প্রঃ ওসমান, সাং-ফেনীরকূল, ০৮নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, ২। মোঃ ইলিয়াছ (৩৫), পিতা-আবুল কাশেম, মাতা-ফিরোজা বেগম, সাং-দারোগাপাড়া, ০৯নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, ৩। মোঃ নুরনবী (৩৫), পিতা- মোঃ দুলাল, সাং- মহামুনি, ০৯নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, ৪। সাইফুল ইসলাম (৩২), পিতা- আবুল কালাম, সাং- মহামুনি, ০৯ নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, সর্বথানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা, ৫। মোঃ ইউনুছ (২৭), পিতা- ইসমাইল, সাং- মুসলিমপাড়া, থানা- ভুজপুর, জেলা- চট্টগ্রামদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য সর্বমোট ৫৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি নাম্বার বিহীন সিএনজি চালিত গাড়ি সহ উক্ত আসামীদের গ্রেফতার করেন।

ধৃত আসামীদেরকে গ্রেফতার পূর্বক রামগড় থানায় তাদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।ক