২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিনকালের সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী মারা গেছেন

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৪
দিনকালের সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী মারা গেছেন

Sharing is caring!

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক, সাহিত্যিক, কলামিস্ট ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। কিছুদিন থেকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের আইসিইউতে ভর্তি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তাঁর মেয়ে নাহিদ আনজুম সিদ্দিকী জানান, রেজোয়ান সিদ্দিকীর জানাজা বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় রাজধানীর ৫২, লেকসার্কাস কলাবাগানের বাসার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের এলাসিন গ্রামে জন্মগ্রহণ করেন রেজোয়ান সিদ্দিকী। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্যে। ১৯৭২ সালেই ছোটগল্পকার ও কলাম লেখক হিসেবে পরিচিতি পান। যদিও এইচএসসি পর্যন্ত ছিলেন বিজ্ঞানের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে অর্জন করেন পিএইচডি।

সাংবাদিকতায় যুক্ত হন ১৯৭২ সালে দৈনিক বাংলায়। প্রুফ রিডার হিসেবে শুরু করে শেষে ছিলেন সিনিয়র সহকারী সম্পাদক। একই সঙ্গে ছিলেন ফিচার এডিটর, সিনে সম্পাদক ও সাহিত্য সম্পাদক। খবরের কাগজে প্রায় সব পদেই কাজ করেছেন। প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।

লেখালেখিতেও সিদ্ধহস্ত ছিলেন রেজোয়ান সিদ্দিকী। উপন্যাস, গল্প, নাটক, বিজ্ঞান, প্রকৃতি-পরিবেশ, ফিকশন, অনুবাদ, সংকলন মিলিয়ে তাঁর রয়েছে অর্ধশতাধিক বই। এর মধ্যে উল্লেখযোগ্য– শূন্যতায় হাত, কথামালার রাজনীতি ১৯৭২-১৯৭৯ (স্বাধীনতা-উত্তর বাংলাদেশ নিয়ে লেখা) ও দুঃশাসনের দুই বছর।