জয়পুরহাটের ক্ষেতলালে মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কেন্দ্রে দায়িত্বরতরা কালবেলাকে জানান, দুপুরে তারা কেন্দ্রে আসেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে তারা কেন্দ্রের ভেতরে ছিলেন। এ সময় আনসার ও পুলিশ সদস্যরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। আকস্মিক রাত ৯টার দিকে কেন্দ্রের দক্ষিণ দিক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে তারা আঁতকে ওঠেন। খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা কেন্দ্রের চারপাশ ঘুরেফিরে দেখেন।
কেন্দ্রের ইনচার্জ নায়েক মো. আব্দুল্লাহ কালবেলাকে বলেন, আমরা কেন্দ্রের মাঠেই ডিউটি করছিলাম। হঠাৎ অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.