Sharing is caring!
তালহা চৌধুরী রুদ্র: নতুন বছরে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তুলতুল বলেন,দেশে যেন কোন মারামারি হানাহানি না হয়। দেশ যেন শান্ত থাকে। কোন মায়ের বুক যেন খালি না হয়।
আর আমি যেহেতু লেখক তাই চাইব সব কলম যোদ্ধারা দেশ,জাতিকে সচেতন করবে লেখালেখি দিয়ে আর আমি নিজেও লেখালেখির মাধ্যমে দেশের মানুষকে গল্প, উপন্যাসে শিক্ষণীয় ম্যাসেজ দিব প্রতিবারের মতো, আর সামাজিক কর্মকাণ্ড করে যাবো। নতুন বছরে যেন সকল অপূর্ণতা পূর্ণতা পায় সেটাও চাওয়া।
২০২৪ বই মেলায় নতুন কোন বই আসবে কিনা জিজ্ঞেস করলে তাকে তিনি বলেন, এবার নতুন বই থাকবে না তবে আমি খুব গুরুত্বপূর্ণ একটি উপন্যাসে হাত দিয়েছি। সব ঠিক থাকলে সেটি প্রকাশ পাবে ইনশাল্লাহ ২০২৫ সালে। তবে আমার পুরনো বইগুলো অনিন্দ্য প্রকাশের স্টলে পাওয়া যাবে।
আর সারা বছর জাতীয় পত্রিকা আর ভারতের পত্রিকাগুলোতে লেখালেখিত চলবে।
আর আমার বেস্ট সেলার বইগুলো বাংলাদেশের সকল অনলাইনে পাওয়া যাচ্ছে ।
তার মধ্যে রকমারি ডট কম, দারাজ ডট কম, প্রথমা ডট কম, বইফেরী ডট,
ভারতের ফ্লিপকার্ট এ।
শাম্মী তুলতুল বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক । তিনি এক যুগের বেশী সময় ধরে ছোটবেলা থেকেই লিখে যাচ্ছেন পত্র-পত্রিকায়। তিনি একটি নাটকও পরিচালনা করেছেন “লাল শরবত” নামে।
যা, সি টি এফ এম এ দেখানো হয়েছে।
লেখালেখালির পাশপাশি তিনি আবৃত্তি আর খবর পাঠও করে থাকেন। লেখালেখির অবদানের জন্য পেয়েছেন অসংখ্য সম্মাননা।