এস. হোসেন মোল্লা-: আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরার ৬ নং সেক্টরে অবস্থিত উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
খবরে জানা যায়, সকাল দশটা থেকে শুরু হয়ে প্রায় দুপুর নাগাদ এই অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা,শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও শুভাকাঙ্ক্ষী অনেকেই । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন ( চেয়ারম্যান, গভর্নিং বডি,উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজ) এবং সভাপতি হিসেবে ছিলেন হযরত আলী(অধ্যক্ষ, উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজ)।
অনুষ্ঠানের বক্তব্যে বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা প্রথমে ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মহান বিজয় দিবসের চেতনাকে সকল শিক্ষার্থীদের মাঝে জাগিয়ে তুলতে শিক্ষামূলক ও স্মরণীয় উক্তি তুলে ধরেন। বক্তব্যের এক ফাঁকে ছাত্রছাত্রীদের "যেমন খুশি তেমন সাজো " প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায়।সকলের প্রতি শক্তিশালী ও খাঁটি দেশ প্রেম জাগিয়ে তুলতে নব উদ্দমে,আমেজে ও বিজয়ের ৫২ বছর পেরিয়ে এই ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানের স্লোগান ছিল--
"সৃষ্টির উল্লাসে হবে রঙিন
আর মানিনা মানিনা কোন সংশয়
জয় বাংলা বাংলার জয়"।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব নুরুল আমিন এবং সভাপতি হযরত আলী বিজয় দিবসের নবচেতনায় নতুন উদ্দোগে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নকল্পে আন্তরিক ও গঠনমূলক বক্তব্য রাখেন। তাদের বক্তব্য শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণী কার্যক্রম পালন করে প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.