Sharing is caring!
প্রশান্ত কুমার (শান্ত),নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: -সামাজিক কাজের সাথে যারা জড়াতে চান, বিশেষ করে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা তৈরিতে যারা অবদান রাখতে চান, তারা নিসচা’র সদস্য হতে পারবেন। এছাড়াও (নিসচা)সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, নিসচার কর্মকান্ড পছন্দ করেন এমন শুভান্যুধায়ীগণ সদস্য হতে পারবেন।
-সদস্য হতে ইচ্ছুকগণদের অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডির ফটোকপি এবং কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্ধারিত আইডি ফি জমা দিতে হবে।
-নিরাপদ সড়ক চাই নন্দিগ্রাম উপজেলা কমিটিতে সদস্য হতে ইচ্ছুকগণ যোগাযোগ করুন
★মোঃ জামাল হোসেন
আজীবন সদস্য ও
মোবাইল নং 01713-684433
-নিরাপদ সড়ক চাই( নিসচা) কেন্দ্রীয় কমিটি..!!
★মোঃ আব্দুল গফুর,
মোবাইল নং01739-712226
কাযনিবাহী সদস্য -নিরাপদ সড়ক চাই( নিসচা) বগুড়া জেলা শাখা।