১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম আতুরার ডিপোতে পলিথিন কারখানায় অভিযান, ১ টন শপিং ব্যাগ জব্দ

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯
চট্টগ্রাম আতুরার ডিপোতে পলিথিন কারখানায় অভিযান, ১ টন শপিং ব্যাগ জব্দ

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন করায় একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নামবিহীন ওই কারখানা থেকে প্রায় ১ টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার ২৭ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পরিবেশ অধিদপ্তর কার্যালয়।
মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আতুরার ডিপোর উত্তর গেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জৈনক সাঈদের নামবিহীন প্রতিষ্ঠানে প্রায় ১ টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর।