Sharing is caring!
প্রশান্ত কুমার (শান্ত), নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে আদালতে মামলা করেও নিয়োগ বাণিজ্য আটকাতে না পেরে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সাহায্য চেয়েছেন নিয়োগ বঞ্চিত সানজিদা আকতার। গতকাল বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তর অভিযোগ করেন নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম এলাকার খোকা মিয়ার স্ত্রী সানজিদা আকতার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০২২ সালের ৭ জুলাই উপজেলার দাসগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়া, পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী ও নিরাপত্তাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তি মোতাবেক তিনি আয়া পদে আবেদন করেন। উক্ত নিয়োগ বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ২০২২ সালের ১৯ নভেম্বর তারিখ নির্ধারণ করা হলেও তাকে পরীক্ষার প্রবেশ পত্র প্রদান করা হয়নি। তিনি লোকমুখে জানতে পেরে পরীক্ষা কেন্দ্রে যান এবং কর্তৃপক্ষ তাকে প্রবেশ পত্র প্রদানের চেষ্টা করেন। যা তিনি কেন্দ্র পরীক্ষা নিতে আসা শিক্ষা বিভাগের মহাপরিচালকের প্রতিনিধি বরাবর পরীক্ষা স্থগিত চেয়ে আবেদন করেন। এ সময় মহাপরিচালকের ওই প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত রাখেন। পরে তিনি জানতে পারেন তাকে বাদ দিয়েই নিয়োগ দেয়ার চেষ্টা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে তিনি গত ২০২২ সালের ২৩ নভেম্বর বগুড়া জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার প্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই পদ বাদ রেখে বাঁকী ৩টি পদে একই বছরের ১০ডিসেম্বর নিয়োগ প্রদান করেন। আদালতে মামলা উপেক্ষা করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক পুনরায় ওই পদে নিয়োগ দেয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন বলে তিনি জানতে পেরেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট সুবিচার পাওয়ার জন্য সহযোগিতা কামনা করেছেন।।