আরাফাত হোসেন : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নে শতাধিক নারীদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মায়ের মত করি যতন, শিশু হবে দেশের রতন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ ও ফলাফল প্রকাশের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার দুপুরে চককয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন। বিদ্যালয়ের সভাপতি এডভোকেট প্রদীপ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার যথাক্রমে মোহাম্মদ আলী সিদ্দিক, আশরাফ আলী, ইদ্রিস আলী, উর্মি তালুকদার, প্রধান শিক্ষক অতুল চন্দ্র, ইউপি সদস্য যথাক্রমে কায়ছার আলী, মুকুল হোসেন, আব্দুল হালিম, সিদ্দিকুর রহমান, সমাজ সেবক আলমগীর হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মা সমাবেশে শিক্ষার্থীদের মা এবং আশপাশের গ্রামের শতাধিক নারী উপস্থিত ছিলেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.