২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ গুণী শিল্পী পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ গুণী শিল্পী পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা

Sharing is caring!

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার পাঁচ গুণী শিল্পী জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন। পাঁচ বিভাগে নির্বাচিত এই গুণী শিল্পীদের হাতে সোমবার সকালে সম্মাননা স্মারক হিসেবে শিল্পকলা একাডেমির পদক তুলে দেয়ার পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকার করে চেক, সনদপত্র, ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৮ প্রাপ্ত এই পাঁচ গুণী শিল্পী হচ্ছেন- কণ্ঠসংগীতে মেহবুব রাজা, লোক-সংস্কৃতিতে (গম্ভীরা) মো. সাইদুর রহমান, নাট্যকলায় মো. গিয়াস উদ্দিন, আবৃত্তিতে মোসা. রাসিদা খাতুন ও যন্ত্রসংগীতে (তবলায়) শ্রী রণজিত কুমার নন্দী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. নূর-উর-রহমান। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম ও নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল। স্বাগত বক্তব্যে তিনি জানান, জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৮ এর জন্য প্রাথমিকভাবে কণ্ঠসংগীতে ১৭ জন, লোকসংস্কৃতি গম্ভীরায় ৭, নাট্যকলায় ৩, আবৃত্তিতে ২ ও যন্ত্র-সংগীত তবলায় ৫ জন মনোনীত হয়েছিলেন। এদের মধ্যে থেকে নির্বাচক কমিটি গুণী শিল্পী হিসেবে কণ্ঠসংগীতে মেহবুব রাজা, লোকসংস্কৃতিতে (গম্ভীরায়) মো. সাইদুর রহমান, নাট্যকলায় মো. গিয়াস উদ্দিন, আবৃত্তিতে মোসা. রাসিদা খাতুন ও যন্ত্রসংগীতে (তবলায়) শ্রী রণজিত কুমার নন্দীতে নির্বাচিত করেছেন। শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।