Sharing is caring!
মুন্সিগঞ্জ-২ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান সরদার।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মুন্সিগঞ্জ-২ (টংগিবাড়ী – লৌহজং)আসনের জন্য নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সাথে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র রাজনীতি থেকে রাজনীতির হাতে খড়ি মিজানুর রহমান সরদার (এম মিজান সরদার)বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।