মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাংগাইল)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আহসানুল ইসলাম টিটু ।রবিবার(১৯ নভেম্বর), বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আহসানুল ইসলাম টিটু’র পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার সহোদর সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মোঃ মুজিবুল ইসলাম পান্না।
আহসানুল ইসলাম টিটু ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হবার পর এমপি টিটু গত চার বছর নয় মাসে নাগরপুর দেলদুয়ারে প্রায় ৭০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এনেছেন। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু পুনরায় টাংগাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী।
উল্লেখ্য, ঢাকা ৯ ধানমন্ডি মোঃ পুর আসনের মরহুম সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের বড় ছেলে তিনি ১১ ডিসেম্বর ১৯৬৯ সালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে নয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মকবুল হোসেন ও মাতার নাম গোলাম ফাতেমা তাহেরা খানম। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ব্যাংককের অ্যাজাম্পসন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও যুক্তরাষ্ট্রের পিটসবার্গ স্টেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
প্রকাশ কর্তৃক : ‘এডভানসড প্রিন্টং’ক-১৯/৬, রসুলবাগ,ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা - ১২১৯। ইমেইল: abhijug@gmail.com