Sharing is caring!
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-১ আসন (চাটখিল-সোনাইমুড়ী) টানা ২ বারের সংসদ সদস্য আওয়ামী লীগের এমপি দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিলেন এইচ.এম.ইব্রাহিম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে দলীয় মনোনয়ন প্রার্থী তিনি। দলীয় মনোনয়ন ফরম নিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে নোয়াখালী-১(চাটখিল,সোনাইমুড়ী) আসনের দলীয় নেতাকর্মীরা তার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর। তার আগেই আওয়ামী লীগকে প্রার্থী বাছাই করে ফেলতে হবে। এইচ. এম. ইব্রাহিম ১৯৫৮ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল ওহাব একজন সমাজ সেবক ছিলেন। বাবার আদর্শের ছোয়ায় ছোট থেকেই তিনি ছিলেন জনদরদী। যুবক বয়স থেকেই সাধারণ মানুষের কল্যানে বিভিন্ন ভাবে ভূমিকা রাখতে শুরু করেন। পরে শিক্ষাজীবনে ছাত্র রাজনীতিতে অংশ গ্রহণ করেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। নোয়াখালী-১ জাতীয় সংসদের ২৬৮ নং সংসদীয় আসন। জেলার চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা, সোনাইমুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এ আসন গঠিত। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল,চাটখিল পৌর মেয়র মো.নিজাম উদ্দিন,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন,৬নং পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটন প্রমুখ। তফসিল ঘোষণার দিনই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, তাদের নির্বাচন পরিচালনা কমিটির সভা বসবে শুক্রবার। সেখানে মনোনয়নের বিষয়ে আলোচনা হবে।এরপর দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। মনোনয়ন প্রত্যাশীরা নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া, অতিরিক্ত লোকসমাগম না করা, আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসার পরামর্শও দেওয়া হয় আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, “অতীত ও বর্তমান মিলিয়ে সাংগঠনিক যে কোনো তিনটি পদের কথা উল্লেখ করতে হবে। কারও যদি পদ না থাকে, তাহলে কী হবে- এই প্রশ্নে তিনি বলেন, “তার যতটুকু সাংগঠনিক পরিচয় আছে, ততটুকুই তুলে ধরবে” একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেসব আসনেও মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত পরে হবে বলেও জানান ক্ষমতাসীন দলের নেতারা।