১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নাগরপুরে অবরোধ প্রত্যাখ্যান করে অবরোধ বিরোধী মোটর সাইকেল শোডাউন করলেন এমপি টিটু

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৩
নাগরপুরে অবরোধ প্রত্যাখ্যান করে অবরোধ বিরোধী মোটর সাইকেল শোডাউন করলেন এমপি টিটু

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাংগাইল): টাংগাইলের নাগরপুরে এমপি টিটুর নেতৃত্বে অবরোধ বিরোধী মোটর সাইকেল শোডাউন করলেন এমপি টিটু। রবিবার দুপুরে টাংগাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সহ বিভিন্ন ইউনিয়নে অবস্থান ও মহড়া দেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে নির্বাচন পর্যন্ত আমরা আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে মাঠে অবস্থান করবো এবং বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাশ কঠোরভাবে প্রতিহত করা হবে। জনগণ বিএনপি জামাতের ডাকা অবরোধ প্রত্যাখান করেছে। সারাদেশ সহ নাগরপুরেও যান চলাচল ও জনগনের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ একেএম কামরুজ্জামান মনি, আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আবদুল আলিম দুলাল,কৃষি ও সমবায় সম্পাদক ও নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল হক, জাহিদুল হাসান জাহিদ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাকির তালুকদার,ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, উপজেলা যুগবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন, শ্রমিক লীগ সভাপতি আব্দুস সালাম, সম্পাদক শাহ আলম মিয়া, ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ সহযোগী সংগঠনের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মোটরসাইকেল শোডাউনে অংশ গহন করে।

Please Share This Post in Your Social Media
December 2023
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031