মোঃ আবু তালেব, রংপুর প্রতিনিধিঃসারাদেশের মত বিভাগীয় নগরী রংপুরেও পালিত হচ্ছে বিএনপি-জামাতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচি।
বুধবার অবরোধের দ্বিতীয় দিনে মহাসড়কগুলো রয়েছে যানবাহন শূন্য। নগরী ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাস। আঞ্চলিক সড়কগুলোও রয়েছে যানবাহন শূন্য। এতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
তবে নগরীর সড়কগুলোতে কিছু হালকা যানবাহন চলাচল করছে। গেল ২ দিনের অবরোধে এখন পর্যন্ত কোন সহিংতার খবর পাওয়া যায়নি।
এদিকে অবরোধের সমর্থনে নগরীর আরকে রোডে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। দলটির জেলা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু নেতৃত্ব মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে সকালে ৭টায় মহানগর বিএনপির নেতাকর্মীরা সিংগিমাড়ি রেল ব্রিজ এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে রাখে। সেখানে মহানগর পরে নগরীর টার্মিনাল এলাকার বদরগঞ্জ সড়কে বিক্ষোভ করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও নগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষিপ্তভাবে পিকেটিং ও বিক্ষোভ করছে নেতাকর্মীরা। কিছুক্ষণ পিকেটিং ও বিক্ষোভ করেই পুলিশ আসার আগেই তারা অবস্থান বদল করছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, আমরা জননিরাপত্ত্বার স্বার্থে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ মোতায়েন করেছি। কিন্তু একেবারেই সামান্য সময় নিয়ে কিছু নেতাকর্মী অবরোধের সর্মথনে মিছিল করার খবর পাওয়া মাত্রই আমরা সেখানে মুভমেন্ট করছি।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.