২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়া নন্দীগ্রাম দাশ গ্রামের আদিবাসীরা বৃন্দাবন পাড়ায়,মা লক্ষ্মী বিসর্জন করেন।

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৩
বগুড়া নন্দীগ্রাম দাশ গ্রামের আদিবাসীরা বৃন্দাবন পাড়ায়,মা লক্ষ্মী বিসর্জন করেন।

Sharing is caring!

প্রশান্ত কুমার শান্ত: হিন্দু সনাতন ধর্মীদের ধর্মীয় লক্ষ্মী পূজা করে থাকেন। প্রতিবারের মতো এবারও নন্দীগ্রাম দাশ গ্রামের বৃন্দাবন পাড়ায় লক্ষী পূজা করেন। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মীসম্পদ আর সৌন্দর্যের দেবী।ধন ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী। বাঙালিদের মধ্যে বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মী পূজা করে থাকেন।দেবীপক্ষের শেষের এই পূর্ণিমাতে। ভারতের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কোজাগরী লক্ষ্মীপূজার চল রয়েছে। তবে রীতিতে ফারাক রয়েছে দুই বাংলার। পশ্চিমবঙ্গে পূজা হয় মূলত মাটির প্রতিমায়, কিন্তু বাংলাদেশে প্রধানত মাটির মূর্তি ও সরায় এঁকে লক্ষ্মীর পূজা করা হয়।

আজ ৩০ অক্টোবর সোমবার নন্দীগ্রাম, দাশ গ্রামে, বৃন্দাবন পাড়ায় অনেক ধুমধাম ও আনন্দের মাধ্যমে মা দেবী লক্ষীকে বিসর্জন দেন।