চাটখিল উপজেলার বদলকোট গ্রামের ভূইয়া বাড়ির আব্দুল কুদ্দুছের মেয়ে ভীমপুর কারিগরি কলেজের ছাত্রী কেয়া আক্তার কে ঐ বাড়ির বখাটেরা কলেজে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত। এই ঘটনাকে নিয়ে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ বখাটেরা ঐ ছাত্রী কে ও তার মা এবং ভাইকে পিটিয়ে আহত করেছে। তারা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন। এই ঘটনার পর ঐ ছাত্রীর মা মনোয়ারা বেগম থানায় অভিযোগ দায়ের ৩দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় তিনি বৃতস্পতিবার (২৬ অক্টোবর) সকালে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ঐ বাড়ির মোঃ স্বপন প্রকাশ কালু (২৬), আল আমিন প্রকাশ অনিক (১৮) সহ ৪/৫জন সংঘবদ্ধভাবে কলেজ ছাত্রী কেয়া আক্তার, তার মা মনোয়ারা বেগম ও ভাই ইসমাইল হোসেন কে গত সোমবার সকালে পিটিয়ে আহত করে। এবং কেয়া আক্তার কে কলেজে আসা-যাওয়ার পথে খুন জখমের হুমকি প্রদান করে। মনোয়ারা বেগম বৃহস্পতিবার দুপুরে চাটখিল প্রেস ক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তার অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কে কোন টাকা-পয়সা দিতে না পারায় পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি দাবি করেন। অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.