Sharing is caring!
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:সাবেক সংসদ সদস্য নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী জেলা মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সামছুদ্দিন চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যােগে চাটখিল পৌর শহরের এক কমিউনিটি সেন্টারে এই শোক সভা অনুষ্ঠিত হয়। সামছুদ্দিন চেয়ারম্যান স্মৃতি সংসদের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিনের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজাদ খানের পরিচালনায় আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত কামাল ও আবুল কাশেম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাজান খান বাবুল প্রমূখ।
শোক সভায় বক্তারা, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের মুক্তিযুদ্ধকালীন সময়ে ও তার সংসদ হিসেবে দায়িত্ব পালনকালের ভূমিকা তুলে ধরেন। এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক সভায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নেছার আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহিদ উল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।