মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত চক্রের ৬ ডাকাত সদস্য গ্রেফতার হয়েছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ০২টি দেশীয় তৈরি পাইপগান, ০৪টি কার্তুজ, ১টি দেশীয় তৈরির চাইনিজ কুড়াল, ০১টি হাতুড়ী, ০২টি দেশীয় তৈরি কিরিচ, ০৮টি মোবাইল ফোন, ০৫টি ব্যাটারি চালিত অটোরিকশা, ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সোনাইমুড়ী থানা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জানায়, থানা পুলিশের অভিযানে সোনাইমুড়ীর বারাহীনগর এলাকার মাইজদী টু সোনাইমুড়ী মহাসড়কের উপর হইতে ঐ ৬ ডাকাত সদস্যকে ভোররাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে বেগমগঞ্জের মোঃ ইলিয়াছ হোসেন প্রকাশ সোহাগ (৩৫), মোঃ রাশেদ (২৫), মোঃ সাদ্দাম (২৮), মোঃ তানিম (২২), আব্দুর রহিম প্রকাশ আরফান (২৪), জামালপুর জেলার দেওয়ানগঞ্জের মোঃ সুমন (২৬) ও মোঃ খোকন (২২) এবং ময়মনসিংহ জেলার ত্রিশালের মোঃ আল আমিন (২৭)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে এবং তাদেরকে শনিবার রাতে নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.