২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা শাকিল কারাগারে

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩
নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা শাকিল কারাগারে

Sharing is caring!

তানভির রহমান : বগুড়ার নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় উপজেলা ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ শাকিলকে (২৫) কারাগারে প্রেরণ করেছেন আদালত। সে পৌরসভা এলাকার মাজগ্রামের গোলাম হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে থানার পুলিশ পরিদর্শক (ইনভেস্টিগেশন) মো. জামিরুল ইসলাম জানান, এরআগে সোমবার রাতে মাজগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে শাকিলকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ২০২১ সালের ১৮ মার্চ বিকেলে নন্দীগ্রামে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রদল নেতা শাকিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।