মো জোবায়ের আলম সৈকত সহ:বার্তাসম্পাদক
ব্রাহ্মণবাড়িয়া -০২ (সরাইল আশুগঞ্জ) সংসদীয় আসনে উপনির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ শাজাহান আলম সাজু।
রোববার ৮ (অক্টোবর) রাতে রাজধানীতে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন সভা শেষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
স্বাধীন বাংলাদেশ এ পর্যন্ত জাতীয় সংস নির্বাচনে এই আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগ জয় লাভ করতে পারেনি বিএনপি ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি বের করতে মরিয়া আওয়ামী লীগ সর্বশেষ উপনির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের কোন প্রার্থী দেওয়া হয়নি সে নির্বাচনে এম.পি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার সমর্থন দেয় আওয়ামী লীগ। নির্বাচন কমিশন এর তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বর নাগাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা হতে পারে জয় লাভ করবেন তিনি এক মাসের মত এমপি থাকতে পারবেন।
অধ্যক্ষ শাজাহান আলম সাজু ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কৃতি সন্তান। তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া -০২ (সরাইল আশুগঞ্জ) সংসদীয় আসনের উকিল আব্দুস সাত্তার ছয় বার এমপি ছিলেন এছাড়া একবারের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন গত ৩০ সেপ্টেম্বর তাঁর মৃত্যুতে গত মঙ্গলবার (৪) অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পাশাপাশি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ৫ নভেম্বর।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.