মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের ভাসানী হলে অভিযান চালিয়ে চারজন মাদকসেবী গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার
শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসতো ভাসানী হলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ভাসানী হলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডিতরা হচ্ছেন শহরের কালিপুর এলাকার নগা কর্মকারের ছেলে উদয় কর্মকার (৩৫), বেড়াডোমা এলাকার পরেশ মেহতার ছেলে রবিদাস মেহতা (৪৬), সদর উপজেলার বীরপুষিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ হোসেন মিয়া (২৯) ও বেলটিয়া বাড়ী গ্রামের মোঃ আবু সাইদের ছেলে মোঃ ফজলু (৪২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃখায়রুল ইসলাম বলেন, শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসে থাকে বলে খবর পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার এমন তথ্য পেয়ে, ভাসানী হলে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, উদয় কর্মকারকে এক বছর ও বাকি তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.