২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেলদুয়ারে আটিয়া মহিলা মহাবিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও আটিয়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি টিটু

প্রকাশিত অক্টোবর ১, ২০২৩
দেলদুয়ারে আটিয়া মহিলা মহাবিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও আটিয়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি টিটু

Sharing is caring!

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল)

টাঙ্গাইলের দেলদুয়ারে আটিয়া মহিলা মহাবিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও আটিয়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি টিটু।

টাঙ্গাইলের দেলদুয়ারে আটিয়া মহিলা মহাবিদ্যালয় এবং শাহানশাহী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত দুটি চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন
টাঙ্গাইল – ৬ নাগরপুর দেলদুয়ার আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

রবিবার একাডেমিক ভবন উদ্বোধনকালে এমপি টিটু বলেন,আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে চলেছে। নতুন নতুন একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। শিক্ষার্থীদের কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস প্রতাপ মুকুল, আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ,সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক,ছাত্রলীগ সভাপতি মাসুদ রানাসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।