মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা প্রসাশনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সদস্য বৃন্দরা। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের বীর বিক্রম মোজাফফর হলরুমে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযোগ করে সদস্যগণ বলেন, ইদানিং সময়ে মাদক ব্যবসায়ীর সংখ্যা বেড়ে গেছে। চুরিসহ বিভিন্ন অন্যায়, অপরাধ ও অনিয়ম বৃদ্ধি পেয়েছে। এ সময় নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন, জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত একবার পলাশ অভিযোগ করে বলেন, তাদের ইউনিয়নে মাদক বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিভিন্ন বাড়িতে টিউবওয়েল চুরি করে নিয়ে যাচ্ছে একটি চোরের দল। গান্ধী আশ্রম সড়কে ছিনতাই বেড়েছে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার গোলাম মাওলা জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর নিচে সন্ধ্যার পর মাদক ও জুয়ার আড্ড বসে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন অভিযোগ করে বলেন, পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাতের বেলায় কয়েকটি বৈদ্যুতিক ফ্যান চুরি হয়েছে। বুরপিঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরিকে বহিরাগত সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন জানান,, আমরা আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। অনুষ্ঠানে উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন স্থরের কর্মকতাগণ,শিক্ষক পুলিশ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.