জুবায়ের আলম সৈকত সহ:বার্তা সম্পাদক
সোমবার (২৮ আগস্ট) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে গোপালগঞ্জ জেলা সমিতির ঢাকা কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ কবির হোসেন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি, কাজী আকরাম উদ্দিন আহমেদ উপদেষ্টা মন্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,মো: শহীদ উল্লা খন্দকার মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা গোপালগঞ্জ -২১৭ দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সচিব,অধ্যাপক ডা:মো:শারফুদ্দিন আহমেদ- উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়.
মুখ্য আলোচক - মো: নজুরল ইসলাম খান- কিউরেটর- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর।
স্বাগত বক্তব্য রাখেন মোল্লা মোঃ আবু কাওছার - প্রধান সমন্বয়কারী গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রী শৈলেন্দ্রনাথ মজুমদার
উপস্থিত ছিলেন - আলহাজ্ব আবুল কালাম আজাদ, মো সাইফুুজ্জামান, মো:আব্দুল হাই মোল্যা, কাজী মফিজুল হক, গাজী দেলোয়ার হোসেন,এস এম.গোলাম কিবরিয়া,ডা: কামরুল,মো: শহীদ উল্লা খন্দকার অসীম কুমার,শেখ জিয়াউল হাসান,কাজী এখলাসুর রহমান এছাড়া মেজর মাসুদ, মো আইয়ুব আলী,এম.এ.খায়ের মোল্লা বাচ্চু সহ জেলা সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বক্তব্যে ডঃ শিরীন শারমিন চৌধুরী বলেন - বঙ্গবন্ধু ছিলেন মহাজাগরনের প্রথীকৃত।ব্যক্তিগত জীবনের সকল চাওয়া পাওয়া উদ্যোগে উঠে দেশের জন্য কাজ করে গেছেন তিনি।ক্ষমতার প্রতি বঙ্গবন্ধুর কোন আকর্ষণ ছিল না বলেই তিনি আমি প্রধানমন্ত্রী চাই না আমি এদেশের মানুষের অধিকার চাই।
বিশেষ অতিথি বক্তেব্য ফারুক খান বলেন- বাংলাদেশ আজকে বঙ্গবন্ধু কে ভুলে যাবে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের প্রতিটি হৃদয় গাঁথা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রথম চ্যালেঞ্জ শেখ হাসিনাকে রক্ষা করা। বিশেষ অতিথি বক্তব্যে এস এম কামাল হোসেন বলেন - বাংলাদেশে বঙ্গবন্ধুর অবদান কথা বলেন এছাড়া নেতারা বঙ্গবন্ধু বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে শেখ কবির হোসেন বলেন বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতাই এনো বিচার দাবি যানিয়েছেন
আলচনা শেষে বঙ্গবন্ধু আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.