সুস্থতাগামী মাদকনির্ভর ব্যক্তিদের সামাজিক পুনর্বাসনে কাজ করা, দেশের প্রথম সারির বেসরকারি উন্নয়ন সংস্থা, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন "ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ ড্রাগস রিকভারিজ"প্রকল্পের উদ্যোগে একটি মতবিনিময় সভা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তার মাদক প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। প্রকল্পের মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার মোহাম্মদ শাহরিয়ার হোসেন শিমুলের সঞ্চালনায়, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩৪ নং পাথর ঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। সভাপতিত্ব করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী সহকারী পরিচালক সৌমেন মন্ডল, বিভিন্ন জোনের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকবৃন্দ, অপরাজেয় বাংলাদেশের সেন্টার ইনচার্জ জিনাত আলম, দ: প: বাকলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম হিরো, প্রকল্পের পক্ষ থেকে একেএম ইকবাল হোসেন, আবদুল জলিল, পিল্টন তালুকদার, সুমিতা ভট্টাচার্য, তানিয়া সুলতানা সহ আরও অনেকে। প্রকল্পটি মাদক প্রতিরোধে সচেতনতা তৈরি, সুস্থতাগামী মাদকসেবিদের চিকিৎসা সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসার নিমিত্তে নগদ অর্থ সহায়তা ছাড়াও নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে ২০১৫ সাল থেকে। সভা শেষে মাদকাসক্তি থেকে সুস্থতাপ্রাপ্ত ৪ জনকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করার লক্ষ্যে শর্তহীন নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এ পর্যন্ত ৭৬ সুস্থতাগামী জন নারী এবং পুরুষ অর্থ সহায়তা প্রদান করেছে। চলতি বছর আরও ৫৯ জনকে সহায়তা প্রদানের পরিকল্পনা আছে প্রকল্পটির।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.