Sharing is caring!
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এন্ড কাউন্সিল কর্তৃক হিউম্যান রাইটস এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২০২৩- এ ভূষিত হয়েছেন সিনিয়র সাংবাদিক চাটখিল প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর হোটেল অরনেট হল রুমে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। সভা শেষে মনোনীত বিশিষ্টজনদের হিউম্যান রাইটস এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২০২৩ পুরষ্কার প্রদান করা হয়। এতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক মো: হাবিবুর রহমান এই এ্যাওয়ার্ডে ভূষিত হয়। সাংবাদিক মো: হাবিবুর রহমানের পক্ষে তার বড় ছেলে সাংবাদিক মো: আরিফুর রহমান স্বীকৃতি সনদপত্র গ্রহন করেন। উল্লেখ্য সাংবাদিক মো: হাবিবুর রহমান ২০২২ সালে ৪টি ও ২০২৩ সালে ৪টি জাতীয় পুরষ্কার এবং ভারত, নেপাল ও থাইল্যান্ডের ৩টি আন্তর্জাতিক মানের পুরষ্কার সহ মোট ১১টি পুরষ্কার পেয়েছেন। তিনি ১৯৮০ সালে দৈনিক গণকন্ঠের চাটখিল সংবাদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০০৪ সালে জাতীয় গণমাধ্যম পিআইবি কর্তৃক সাংবাদিকতায় রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। জাতীয় গণমাধ্যম পিআইবি কর্তৃক সাংবাদিক অভিধানের ২য় খন্ডের ৬৬নং কলামে সাংবাদিক মো: হাবিবুর রহমানের সাংবাদিকতার স্বীকৃতি সহ বিস্তারিত তথ্য রয়েছে। তিনি বর্তমানে দৈনিক সংবাদ সহ কয়েকটি পত্রিকায় কর্মরত রয়েছেন।