Sharing is caring!
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে জুমার নামজ শেষে মুনাজাতে দোয়া করায় নোয়াখালীর চাটখিল পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার জামে মসজিদের ঈমাম মাওলানা আনোয়ার হোসেন কে (দা.বা.) চাকুরিচ্যুত করা হয়েছে। এই ঘটনায় চাটখিল পৌর শহরে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম ক্ষোভের প্রকাশ পেয়েছে। রোববার রাত থেকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে আসছে। ইতোমধ্যে এটি ভাইরাল হয়েছে।
জানা যায়, বিগত ১৫ বছর থেকে মাওলানা আনোয়ার হোসেন চাটখিল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত শুক্রবার জুমার নামাজ শেষে মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সহ মৃত্যুবরণকারী সকল মুসলমানদের আত্মার মাগফেরতার কামনা করে দোয়া করা হয়। নামাজ শেষে মসজিদের সভাপতি ও সম্পাদক ক্ষিপ্ত হয়ে মাওলানা আনোয়ার হোসেন কে চাকুরিচ্যুত করেন। এবিষয়ে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি চাকুরিচ্যুতের বিষয়টি দুঃখের সাথে স্বীকার করেন।
ঈমাম কে চাকুরিচ্যুত করার ঘটনায় চাটখিল উপজেলা ওলামা মাশায়েখ কমিটির সভাপতি ও নোয়াখালী জেলা মাজলিসুল মুফাচ্ছেরীন কমিটির সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন হাছান সহ ওলামা-মাশায়েখগণ গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি চাকুরিচ্যুত ঈমাম কে তার দায়িত্বে বহাল রাখার আহ্বান জানিয়েছেন।