২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফুসফুসের সমস্যাজনীত কারণে বশেমুরবিপ্রবির আসহাবের অকাল মৃত্যু

প্রকাশিত আগস্ট ১৯, ২০২৩
ফুসফুসের সমস্যাজনীত কারণে বশেমুরবিপ্রবির আসহাবের অকাল মৃত্যু

Sharing is caring!

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: দীর্ঘদিন ধরে ফুসফুসে সমস্যাজনীত কারণ নিয়ে মৃত্যু বরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এ জেড আসহাব। আসহাব মেহেরপুর জেলার গাংনী থানার কোদালকাঠি গ্রামের মো.আক্কাস আলীর ছেলে।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ঢাকায় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ মাস ধরে আসহাব ফুসফুসে ফাঙ্গাস, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নেওয়া শুরু করেন । পরে অবস্থার অবনতি ঘটলে তাকে গত ১২ আগস্ট ঢাকায় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।