২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত আগস্ট ১৯, ২০২৩
চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হানিফ সুলতানের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সচিব এ.কে.এম শামসুল করিম খোকন।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী, হীরাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, হীরাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ লোকমান হেকিম, সপ্তাগাও আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম, মাওলানা শহিদ উল্যাহ, নুর মোহাম্মদ খান, শাহআলম, আরিফ খান, রুহুল আমিন প্রমুখ। সভা শেষে মরহুম আবদুল লতিফ মাষ্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।