২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে

প্রকাশিত আগস্ট ১৫, ২০২৩
নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে

Sharing is caring!

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরেয থাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর প্রেসক্লাবসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও নাগরপুর প্রেসক্লাব পৃথক পৃথক ভাবে র‌্যালী, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন। নাগরপুর উপজেলা মিলনায়তনে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ আনিসুর রহমান আনিস, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিনা বেগম শিপ্রা,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউপি চেয়ারম্যান মোঃ শেখ সামছুল হক, সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দোয়া মাহফিলে যোগদান করেন। এছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামীগের জাতীয় শোক সভায় অংশ গ্রহণ করেন।

অপর দিকে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালী বের হয়ে উপজেলা সদর বাজার প্রদক্ষিণ শেষে যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ৮ ঘটিকায় স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপির নিজ ইউনিয়ন গয়হাটায় গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের ৯ টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ এবং সকল সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।